কাশ্মিরে ‘অপারেশন অখলে’ নিহত ১ স্বাধীনতাকামী যোদ্ধা

কাশ্মিরে অপারেশনের মাত্র পাঁচ দিন পরেই ফের স্বাধীনতাকামী দমনে সক্রিয় হলো ভারতীয় সেনারা।

নয়া দিগন্ত অনলাইন
কাশ্মিরে ‘অপারেশন অখল’
কাশ্মিরে ‘অপারেশন অখল’ |সংবাদ প্রতিদিন

‘অপারেশন মহাদেবে’র পর এবার ‘অপারেশন অখল’। জম্মু ও কাশ্মিরে পুরোদমে স্বাধীনতাকামী নিধন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

শনিবার সকালে কুলগামে ভারতীয় সেনার অপারেশনে এক স্বাধীনতাকামী নিহত হয়েছে। তবে বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনো তল্লাশি ও স্বাধীনতাকামী দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পেহেলগাম হামলার তিন স্বাধীনতাকামীকেই হত্যা করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মির পুলিশের তৎপরতায় স্বাধীনতাকামীরা পালাতে পারেনি, উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগামে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে, সংসদে এমনটাই দাবি করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

অপারেশনের মাত্র পাঁচ দিন পরেই ফের স্বাধীনতাকামী দমনে সক্রিয় হলো ভারতীয় সেনা। তাদের তরফে জানানো হয়, গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে, জঙ্গলে ঘেরা এলাকায় স্বাধীনতাকামীরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই স্বাধীনতাকামীরা গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় সেনারাও। এর জেরেই মৃত্যু হয় এক স্বাধীনতাকামীর। তবে এখনো কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনারা। কারণ বেশ কয়েকজন স্বাধীনতাকামী ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই খবর।

প্রসঙ্গত, সোমবার ‘অপারেশন মহাদেব’ চলাকালীন সুলেমান, আফগান এবং জিবরান নামে তিন স্বাধীনতাকামীকে হত্যা করা হয়। পহেলগামের উগ্রবাদী হামলায় এই তিনজনই যুক্ত ছিল। পহেলগাম হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল স্বাধীনতাকামীরা। তবে সম্প্রতি স্বাধীনতাকামীদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে স্বাধীনতাকামী মুসা। সেই ডিভাইসের মাধ্যমে স্বাধীনতাকামীদের লোকেশন জেনে নিয়েই অপারেশন চালায় সেনা।

সূত্র : সংবাদ প্রতিদিন