মিয়ানমারে বিমান হামলায় হতাহত ৩৮ বেসামরিক নাগরিক

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি ব্যস্ত টি-শপে বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ সময় আরো ২০ জন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি ব্যস্ত টি-শপে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ সময় আরো ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সেগুইন অঞ্চলের তাবাইন এলাকায় এই হামলা হয়। স্থানীয় এক উদ্ধারকর্মী ও দুই বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে এক প্রশাসনিক কর্মকর্তার উদ্ধৃতিতে বলা হয়েছে, তাবাইন শহরের একটি ব্যস্ত টি-শপে ওই হামলা করা হয়। এতে ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়। ওই কর্মকর্তা বলেন, সন্ধ্যার সময় টি-শপে অনেক ভিড় ছিল। সেজন্য হামলায় এত অধিক মানুষ নিহত হয়েছে।

এক উদ্ধারকর্মী জানিয়েছেন, হামলার পর সাতজন ঘটনাস্থলেই নিহত হয়। আর বাকি ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

সূত্র : স্ট্রেইট টাইমস