সিন্ধু নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক ও বিভ্রান্তিকর : পাকিস্তান

ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তার প্রজন্মের সিন্ধুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই এই প্রদেশটির পাকিস্তানের সাথে যুক্ত হওয়াকে পুরোপুরি মেনে নেননি।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং |সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশ ‘ভারতের কাছে ফিরে আসতে পারে’ বলে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

রোববার (২৩ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছে।

এর আগে, রাজনাথ সিং বলেছিলেন, ‘আজ সিন্ধু ভূমি ভারতের অংশ না-ও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদাই ভারতের অংশ থাকবে। আর ভূমির ক্ষেত্রে, সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু হয়তো আবার ভারতে ফিরে আসতে পারে।’

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, তিনি আরো দাবি করেন, তার প্রজন্মের সিন্ধুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই এই প্রদেশটির পাকিস্তানের সাথে যুক্ত হওয়াকে পুরোপুরি মেনে নেননি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, রাজনাথ সিংয়ের বক্তব্য ‘সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতা’ প্রতিফলিত করে। যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, স্বীকৃত সীমানাকে চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে।

পররাষ্ট্র দফতর ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার এবং ভারতের নাগরিকদের, বিশেষ করে দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে।

এছাড়াও ধর্মীয় সহিংসতায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ঐতিহাসিক বিকৃতির কারণে সৃষ্ট বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে তারা।

সূত্র : জিও নিউজ