শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১০

শ্রীলঙ্কার ক্যান্ডি অঞ্চলেই ৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জন এখনো নিখোঁজ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৩৬ জন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাসিন্দারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ডিটওয়ায় আশপাশের প্রায় ১০টি বাড়ি ভেসে গেছে এবং কমপক্ষে ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর দিয়ে ভয়াবহ ঝড় বয়ে গেছে। এতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত প্রাণহানি ঘটিয়েছে।

শ্রীলঙ্কার ক্যান্ডি অঞ্চলেই ৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জন এখনো নিখোঁজ রয়েছে। সেখানে ২০ হাজারেরও বেশি মানুষকে ১৭৬টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

দেশজুড়ে ৩৩৬ জন এখনো নিখোঁজ রয়েছে এবং ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শত শত সেনা ও পুলিশ সদস্য ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে লাশ উদ্ধারের জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার কর্তৃপক্ষ বুলডোজার ও ব্যাকহো ব্যবহার করে রাস্তা পরিষ্কার করেছে, কাদা, গাছ সরিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও জ্বালানি পৌঁছানোর পথ তৈরি করেছে।

কর্মকর্তারা আরো জানিয়েছেন, যোগাযোগ সংযোগ এবং বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজও চলছে। যা তীব্র বাতাসের কারণে ট্রান্সমিশন লাইন ছিঁড়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র : রয়টার্স