ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ

লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সব সংসদ সদস্য ভোট দিতে পারবেন।

নয়া দিগন্ত অনলাইন
সি পি রাধাকৃষ্ণন ও বি সুদর্শন রেড্ডি
সি পি রাধাকৃষ্ণন ও বি সুদর্শন রেড্ডি |সংগৃহীত

ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে আজ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই নির্বাচন হচ্ছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী করেছে মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে এবং বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী হলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বি সুদর্শন রেড্ডি।

লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সব সংসদ সদস্য ভোট দিতে পারবেন। তারা এই ভোট দেবেন গোপন ব্যালটে। ফলে এখানে দলের হুইপ বা নির্দেশ নয়, নিজেদের পছন্দমতো ভোট দিতে পারবেন সাংসদরা। তবে সাধারণত তারা দলের পছন্দের প্রার্থীকেই ভোট দেন। তবে অতীতে ক্রস ভোটিংয়ের উদাহরণ রয়েছে।

এমনিতে এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয় নিয়ে সংশয় নেই। প্রশ্ন হলো, বিরোধীরা কি এনডিএ শিবির থেকে ভোট ভাঙাতে পারবেন? বিজেডি, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলো যারা সচরাচর বিজেপি-র প্রার্থীকেই সমর্থন করে, তারা কী এবারো তাই করবে? নাকি বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএবিরোধী শিবিরের ভোট ভাঙিয়ে আনতে পারবে?