তুর্কমেনিস্তানে আন্তর্জাতিক এক সম্মেলনের ফাঁকে ৪০ মিনিট অপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ পেয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কমেনিস্তানে আন্তর্জাতিক এক সম্মেলনে মিলিত হয়েছিলেন বিশ্ব নেতারা। এ সময় তাদের কেউ কেউ একে অপরের সাথে আলাদা বৈঠকে মিলিত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু তাকে রেখে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে পুতিন। এ সময় অন্তত ৪০ মিনিট অপেক্ষার পর শেহবাজকে সাক্ষাৎ দেন তিনি। এতে বড্ড বিরক্তি বোধ করেন পাকিস্তান প্রধানমন্ত্রী।
সূত্র : টিআরটি



