পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সৌদি আলোচনার ব্যর্থতার পর দু’দেশের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি হয়; উভয়পক্ষ প্রথমে হামলা চালানোর অভিযোগ তুললেও হতাহতের খবর পাওয়া যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
আফগানিস্তান ও পাকিস্তানের পতাকা
আফগানিস্তান ও পাকিস্তানের পতাকা |সংগৃহীত

সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনী তাদের সীমান্তে তীব্র গোলাগুলি বিনিময় করেছে।

শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে রাতে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের কর্মকর্তারা একে অপরকে প্রথমে গুলি চালানোর জন্য অভিযুক্ত করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোল্ডাক অঞ্চলে হামলা চালায়। যার ফলে আফগান বাহিনী পাল্টা জবাব দিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেন, চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে গুলিবর্ষণ’ করেছে আফগান বাহিনী।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ।’

সীমান্তবর্তী আফগান এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গুলি বিনিময় শুরু হয় এবং তা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।

কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমাল বলেন, পাকিস্তানি বাহিনী ‘হালকা ও ভারী কামান’ দিয়ে আক্রমণ করেছে এবং বেসামরিক এলাকার ঘরবাড়িতে মর্টারের গোলাও চালানো হয়েছে।

তিনি যোগ করেন, ‘সংঘর্ষ শেষ হয়েছে, উভয়পক্ষই বন্ধ করতে সম্মত হয়েছে।’

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা