ভারতের জম্মু-কাশ্মিরে মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশটির একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
জম্মু-কাশ্মিরের চাসোটিতে এই দুর্যোগ দেখা দিয়েছে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
ইতোমধ্যে বেশ কয়েকটি রাস্তাও একেবারে ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে লেখেন, ‘চাসোটি এলাকায় বিরাট মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, তার জেরে ক্ষয়ক্ষতি হতে পারে। ইতোমধ্যেই ঘটনাস্থলে প্রশাসনের তরফ থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধার করার পর আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।’
সূত্রের খবর, ভারতের জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মিরের উপ-রাজ্যপাল।
তবে, কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে ও প্রাকৃতিক বিপর্যয়ে কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে অসমর্থিত সূত্রের খবর, ইতোমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে।