সংঘর্ষের পর আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

রোববার আফগানিস্তানের সাথে পাকিস্তানের দুটি প্রধান সীমান্তপথ তোরখাম ও চামান বন্ধ করে দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের পর রোববার (১২ অক্টোবর) সীমান্তপথগুলো বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগে, শনিবার গভীর রাতে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত ঘাঁটিগুলোর দিকে গুলি চালায়। গত সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলার জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা গোলাবর্ষণ ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা দাবি, পাল্টা হামলায় বেশ কয়েকটি আফগান সীমান্ত ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, রোববার আফগানিস্তানের সাথে পাকিস্তানের দুটি প্রধান সীমান্তপথ তোরখাম ও চামান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানে কমপক্ষে তিনটি ছোট সীমান্তপথও বন্ধ করে দেয়া হয়েছে।

তবে সীমান্ত বন্ধের বিষয়ে কাবুলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে আফগান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোববার বলেন, ‘আফগান ভূখণ্ডের কোনো অংশেই কোনো ধরনের হুমকি নেই।’

স্থলবেষ্টিত আফগানিস্তানের সাথে পাকিস্তানের ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ আফগান প্রশাসনের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী উগ্রবাদীদের আশ্রয় দেয়ার অভিযোগ করেছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তার মতে, বৃহস্পতিবার কাবুলে উগ্রবাদী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। তিনি বেঁচে আছেন কি না তা-ও স্পষ্ট নয়।

সূত্র : রয়টার্স