যুক্তরাষ্ট্রের নতুন ভিসা ফি ‘মানবিক সংকট’ বয়ে আনবে : ভারতের উদ্বেগ

এই ভিসায় সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয়রা। প্রতি বছর মোট অনুমোদিত এইচ-১বি ভিসার প্রায় ৭০ শতাংশই তাদের হাতে যায়।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্তে ভারত উদ্বেগ জানিয়ে বলেছে, এতে ‘মানবিক সংকট’ দেখা দিতে পারে। মূলত এই কর্মী ভিসার প্রধান সুবিধাভোগীই ভারতীয়রাই।

এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এইচ-১বি ভিসা আবেদনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর থেকে এক লাখ ডলার ফি জমা দিতে হবে। বর্তমানে এই ফি মাত্র দেড় হাজার ডলার। অর্থাৎ, এক ঘোষণায়ই ফি বেড়েছে প্রায় ৬০ গুণেরও বেশি।

এই ভিসায় সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয়রা। প্রতি বছর মোট অনুমোদিত এইচ-১বি ভিসার প্রায় ৭০ শতাংশই তাদের হাতে যায়।

কিছু মার্কিন প্রযুক্তি কোম্পানি এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে থাকার অথবা, যদি তারা দেশের বাইরে থাকেন, তাহলে অবিলম্বে ফিরে আসার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। তবে শনিবার হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে, এই ফি বর্তমান ভিসা বা নবায়ন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এদিকে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে বিপর্যয় ডেকে আনবে এবং মানবিক সংকট তৈরি করতে পারে। এই সমস্যাগুলো যুক্তরাষ্ট্র উপযুক্তভাবে সমাধান করবে বলে আশা করে ভারত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দক্ষ কর্মী বিনিময় উভয় দেশের জন্য বিশাল অবদান রেখেছে। নীতিনির্ধারকরা তাই পারস্পরিক সুবিধা বিবেচনা করে সাম্প্রতিক পদক্ষেপগুলো মূল্যায়ন করবেন।’

বিবৃতিতে ভারত সরকারের সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জানা গেছে, সোমবার দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং এ সময় এ বিষয়েও আলোচনা হবে।

সূত্র : বিবিসি