অর্থনৈতিক প্রতিকূলতার মুখে শতাধিক পণ্যে কর কমানোর ঘোষণা ভারতের

ভারতে স্বনির্ভরতার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসে মার্কিন শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত মোকাবেলায় অক্টোবরের মধ্যে জিএসটি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই কর হ্রাসের এই সিদ্ধান্ত এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান |সংগৃহীত

মার্কিন শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক প্রতিকূলতার মুখে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে বুধবার (৩ সেপ্টেম্বর) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান সাবান থেকে শুরু করে ছোট গাড়ি পর্যন্ত শতাধিক ভোগ্যপণ্যের ওপর কর হ্রাসের ঘোষণা দিয়েছেন।

সীতারামান রাতে এক সংবাদ সম্মেলনে জানান, কেন্দ্র ও রাজ্যগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি) প্যানেল সাধারণ ব্যবহার্য পণ্যের কর হ্রাস এবং কর কাঠামো সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি সব রাজ্যের মন্ত্রীদের অন্তর্ভুক্ত প্যানেলের প্রধান।

জিএসটি তার জটিল কাঠামো ও অসংখ্য কর বিভাগের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এই কাঠামোকে সহজ করার জন্য, প্যানেল বর্তমানে চারটি হারের পরিবর্তে পাঁচ শতাংশ ও ১৮ শতাংশের কাঠামো অনুমোদন করেছে।

সীতারামান বলেন, টুথপেস্ট ও শ্যাম্পুর মতো পণ্যের ওপর প্যানেল ১৮ শতাংশ থেকে ৫ শতাংশ এবং ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনের ওপর ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ কর কমানোর অনুমোদন দিয়েছে। এছাড়াও সব ধরনের জীবন বীমা পলিসি ও স্বাস্থ্য বীমা থেকে জিএসটি অপসারণ করা হবে।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই কাটছাঁটের কারণে ফেডারেল ও রাজ্য সরকারগুলোর ৪৮০ বিলিয়ন ভারতীয় রুপি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কর হ্রাসের সাথে সাথে, জিএসটি হ্রাস করার ফলে যে ভোগবৃদ্ধি হবে, তা রাজস্ব ঘাটতির প্রভাব অনেকটাই নিরসন করবে।

ভারতে স্বনির্ভরতার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসে মার্কিন শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত মোকাবেলায় অক্টোবরের মধ্যে জিএসটি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই কর হ্রাসের এই সিদ্ধান্ত এসেছে।

সূত্র : রয়টার্স