ভারত ভ্রমণে নতুন নিয়ম, কার্যকর পহেলা অক্টোবর থেকে

আগামী বুধবার (১ অক্টোবর) থেকে প্রত্যেক বিদেশী ভ্রমণকারীর জন্য চালু হচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে এই কার্ড পূরণ করাকে বাধ্যতামূলক করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় ভিসা
ভারতীয় ভিসা |সংগৃহীত

ভারতে প্রবেশকারী বিদেশী ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী বুধবার (১ অক্টোবর) থেকে প্রত্যেক বিদেশী ভ্রমণকারীর জন্য চালু হচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে এই কার্ড পূরণ করাকে বাধ্যতামূলক করা হয়েছে।

কার্ড পূরণ করা যাবে যেকোনো এক মাধ্যমে-

১) অফিসিয়াল ওয়েবসাইট : indianvisaonline.gov.in/earrival

২) মোবাইল অ্যাপ : Indian Visa SuSwagatam

এই ডিজিটাল কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের দিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হতে পারে। যেমন-

পাসপোর্ট ও ভিসার তথ্য

ফ্লাইট ও যাত্রার বিবরণ

ভারতে অবস্থানের ঠিকানা

জরুরি যোগাযোগের নম্বর

স্বাস্থ্যসংক্রান্ত প্রাথমিক ঘোষণা (যদি থাকে)

ভারত সরকার জানিয়েছে, আগে থেকে এই কার্ড পূরণ করলে ইমিগ্রেশনে সময় কম লাগবে এবং ঝামেলাও এড়ানো যাবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া