ভারতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার। এ দুর্ঘটনা নিহত হয়েছেন আরো পাঁচজন।
বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। অজিতের এক ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজরও এই খবর সত্য বলে জানিয়েছেন।
ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সূত্রে জানা গেছে, বিমানে থাকা ছয়জনেরই মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
এনসিপি সূত্রে জানা গেছে, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক তথা উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি।
বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবাজি তওয়ারে জানিয়েছেন, অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম পাশে চলে যায়। তারপরেই বিমানটি বিধ্বস্ত হয়। টুকরো টুকরো হওয়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়
তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট নয়। ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করে দেখা হচ্ছে।
যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি পাহাড় ও জঙ্গলে ঘেরা। প্রাকৃতিক, যান্ত্রিক না অন্য কোনো কারণে দুর্ঘটনা, তা তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে ডিজিসিএ।
সূত্র : রয়টার্স ও আনন্দাবাজার পত্রিকা



