সমাধান ছাড়াই শেষ হলো আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা

১৯ অক্টোবর দোহায় অনুষ্ঠিত যুদ্ধবিরতিতে উভয়পক্ষই সম্মত হয়েছিল। তবে ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দ্বিতীয় দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

তুরস্কের ইস্তাম্বুলে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির মধ্যস্থতার জন্য পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি সীমান্তে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

১৯ অক্টোবর দোহায় অনুষ্ঠিত যুদ্ধবিরতিতে উভয়পক্ষই সম্মত হয়েছিল। তবে ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দ্বিতীয় দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। বিষয়টি সম্পর্কে অবহিত আফগান ও পাকিস্তানি সূত্র জানিয়েছে, আলোচরা ব্যর্থ হওয়ার জন্য উভয় দেশ একে-অপরকে দায়ী করেছে।

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, পাকিস্তানি তালেবানদের লাগাম টেনে ধরতে আফগানিস্তান রাজি হয়নি। এই উগ্রবাদী গোষ্ঠী আফগান মাটিতে নিরাপদে অবস্থান করছে বলে ইসলামাবাদ দাবি করেছে।

আলোচনার সাথে পরিচিত একটি আফগান সূত্র জানায়, বিষয়টি নিয়ে ‘উত্তেজনাপূর্ণ মতবিনিময়ের’ পর আলোচনা শেষ হয়েছে। আফগান পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি তালেবানদের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। গোষ্ঠীটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানি সেনা সদস্যদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে।

সূত্র : রয়টার্স