জাতিসঙ্ঘে মোদির অনুপস্থিতি কী বার্তা দিচ্ছে?

এই পরিস্থিতিতে মোদির মার্কিন সফরের জায়গায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন সফর দিল্লির কূটনীতির অন্যতম কৌশলী 'ইয়র্কার' বলে মনে করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

মার্কিন শুল্ক তাণ্ডবের মাঝে সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর নিয়ে বেশ কিছু জল্পনা ছিল। সেপ্টেম্বরে আমেরিকায় জাতিসঙ্ঘের সাধারণ সভা রয়েছে। সেখানে হাইভোল্টেজ আলোচনা সভায় ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন না। রিপোর্ট অনুযায়ী, তার জায়গায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

তথ্য বলছে, শেষবার ২০২১ সালে জাতিসঙ্ঘের সাধারণ সভায় গিয়েছিলেন মোদি। গত বছর জাতিসঙ্ঘের হেডকোয়ার্টারেও তিনি যান। তবে সভায় যোগ দেননি। তারপর ২০২২ সাল থেকেই জাতিসঙ্ঘের ডিবেটে ভারতের হয়ে ময়দানে নেমেছেন এস জয়শঙ্কর। শুক্রবারই জাতিসঙ্ঘের সাধারণ সভার উচ্চ পর্যায়ের ডিবেটে স্পিকারদের নাম প্রকাশ্যে আসে। সেখানে লেখা রয়েছে ভারতের পক্ষে এক ‘মন্ত্রী’ সেখানে ভাষণ দেবেন।

জানা যাচ্ছে, ২৭ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এর আগে, জুলাই মাসে জাতিসঙ্ঘের সাধারণ সভায় যে সম্ভাব্য যে বক্তাদের তালিকা প্রকাশ পায়, সেখানে নরেন্দ্র মোদির নাম ছিল। তবে সদ্য সেই তালিকা থেকে তার নাম সরেছে।

এর আগে, ফেব্রুয়ারি মাসে মার্কিন সফর করেন মোদি। সেবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও তিনি দেখা করেন। এরপর সদ্য ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্পর সরকার। যেখানে পাকিস্তানের জন্য অঙ্কচা ১৯ শতাংশ। এরপরও ট্রাম্প বলেন, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর আরো ২৫ শতাংশ শুল্ক চাপানো হলো। ফলে মোট ৫ শতাংশ শুল্ক চড়ল ভারতের ওপর। এরপর থেকেই দিল্লি-ওয়াশংটন সম্পর্ক খুব একটা সুখের খাতে বয়নি।

এদিকে, সদ্য আগগস্টের শেষে চীন সফরে যান মোদি। সেখানে এসসিও সামিটে তার সাক্ষাৎ হয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-র সাথে। এরপরই আজ ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার চিরকালই ‘বন্ধুত্বের সম্পর্ক’ রয়েছে। এই পরিস্থিতিতে মোদির মার্কিন সফরের জায়গায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন সফর দিল্লির কূটনীতির অন্যতম কৌশলী 'ইয়র্কার' বলে মনে করা হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস