আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

রোববার স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।

ইউএসজিএস জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে। সংস্থাটি প্রথমে গভীরতা ১০ কিলোমিটার বলেছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জরুরি টেলিফোন নম্বর সম্প্রচার করেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান কর্তৃপক্ষকে বেশ কয়েকটি বড় ভূমিকম্পের মুখোমুখি হতে হয়েছে। ২০২৩ সালে ইরান সীমান্তবর্তী পশ্চিম হেরাত অঞ্চলে ভূমিকম্পে এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৬৩ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

চলতি বছরে ৩১ আগস্ট দেশটির পূর্বে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হানে। এতে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। যা সাম্প্রতিক ইতিহাসে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের একটি।

সূত্র : আল জাজিরা