ভারতকে জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ও এক্সক্যালিবার প্রজেক্টাইলস বিক্রি করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন অ্যাজেন্সি (ডিএসসিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার কোটি ৫৭ লাখ ডলার দিয়ে জ্যাভেলিন মিসাইল সিস্টেম এবং চার কোটি ৭১ লাখ ডলার দিয়ে এক্সক্যালিবার প্রজেক্টাইলস কিনবে ভারত।
ডিএসসিএ জানিয়েছে, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় সুরক্ষার লক্ষ্য মেনে করা হচ্ছে। এর ফলে ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক শক্তিশালী হবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যতম প্রধান অংশীদার দেশের সুরক্ষা উন্নত হবে।
এতে আরো বলা হয়েছে, ভারত ১০০টি এফজিএম-১৪৮ জ্যাভেলিন রাউন্ড, একটি জ্যাভেলিন এফজিএম-১৪৮ মিসাইল, ২৫টি লাইটওয়েট কম্যান্ড লঞ্চ ইউনিট কিনতে চেয়েছে। এছাড়াও ২১৬টি এম৯৮২এ১ এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল কিনতে চেয়েছে।
তাদের দাবি, এই অস্ত্র ভারতকে বিক্রি করা হলে ওই অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো প্রভাব পড়বে না।
এক্সক্যালিবার হলো জিপিএস গাইডেড অত্যাধুনিক ১৫৫এমএম কামানের গোলা যা নিখুঁত লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারে। এটা ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। জ্যাভেলিন একজন বহন করতে পারে এমন একটি মাঝারি পাল্লার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
সূত্র : ডয়চে ভেলে



