ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশী ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রায়গঞ্জ শহরের উপকণ্ঠে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার আওতাধীন ঠাকুরবাড়ি এলাকা থেকে এসব নোট উদ্ধার করা হয়।
টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস বিভাগের একটি দল। এ সময় তারা চেক পোস্ট বসিয়ে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে চলাচল করতে দেখেন। তাদের থামার সঙ্কেত দিলে যুবকরা প্রথমে থামার ভান করে হঠাৎ দ্রুত পালিয়ে যান। পরে কাস্টমস কর্মকর্তারা তাদের ধাওয়া করেন। এ সময় বাংলাদেশী মুদ্রার নোট ছুঁড়ে ফেলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ ২ টাকার মোট ৬০ হাজার নতুন নোট উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত নোটগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের এত বিপুল সংখ্যক ২ টাকার নোট কিভাবে ভারতে এলো, ওই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া


