ব্রিটিশ ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নই হবে এই সফরের মূল লক্ষ্য।
বুধবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক আরো গভীর করতে এই সফরের আয়োজন করা হয়েছে। এই সফরে তিনি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন। সেখানে তারা মে মাসে সম্পন্ন, জুলাইয়ে স্বাক্ষরিত এবং আগামী বছর কার্যকর হতে যাওয়া মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন।
তবে সফরের আগে ব্রিটেন ভারতের সাথে কোনো ভিসা চুক্তি করবে না বলেও উল্লেখ করেছেন স্টারমার। তিনি বলেন, অতীতে ভিসা ইস্যু বাণিজ্য চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার এমন একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে, যেখানে ভিসা কোনো বিষয় নয়। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৃহস্পতিবারের বৈঠকে এই ইস্যু পুনরায় উত্থাপন করার কোনো পরিকল্পনা নেই।
সূত্র : রয়টার্স