পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশটির তিন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রদেশটির কুররাম জেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মাঝে এই হামলার ঘটনা ঘটে। এর আগে, অক্টোবরে দুই দেশের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। তালেবানরা ২০২১ সালে কাবুলের ক্ষমতা নেয়ার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।
একসময়ের দীর্ঘদিনের মিত্র কাবুল ও ইসলামাবাদ অক্টোবর থেকে মাঝেমধ্যেই সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। গত শুক্রবারও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভারী গুলিবর্ষণ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘাত বন্ধে কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে তিন দফা শান্তি আলোচনাও হয়েছে। তবে আলোচনার পরও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
দুই দেশের পার্বত্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর সশস্ত্র যোদ্ধাদের ঘাঁটি রয়েছে। এই গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। তারা প্রায় ২০ বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। তবে তালেবানরা দাবি করে, তাদের সাথে এই গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।
সূত্র : রয়টার্স



