গত মে মাসে মারাত্মক সঙ্ঘর্ষের ফলে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে স্থল সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম সীমান্ত অতিক্রম করে মঙ্গলবার ভারত থেকে কয়েক ডজন শিখ তীর্থযাত্রী পাকিস্তানে প্রবেশ করেছেন। এএফপি’র সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ওয়াঘা-আট্টারি সীমান্তে পাকিস্তানি কর্মকর্তারা তাদের স্বাগত জানান এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৯৯৯ সালের পর গত মে মাসে শুরু হওয়া সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা এখনও চরমে। এই সংঘর্ষে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
সূত্র : এএফপি/বাসস



