কাশ্মিরে যৌথ বাহিনীর হামলায় নিহত ৬ বিদ্রোহী

গত তিনদিন ধরে জম্মু-কাশ্মিরের কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অপারেশন অখল। এ সময় ভারতীয় সেনা, কাশ্মির পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে অন্তত ছয় বিদ্রোহী নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কাশ্মিরে যৌথ বাহিনীর অভিযান
কাশ্মিরে যৌথ বাহিনীর অভিযান |সংবাদ প্রতিদিন

গত তিনদিন ধরে জম্মু-কাশ্মিরের কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অপারেশন অখল। এ সময় ভারতীয় সেনা, কাশ্মির পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে অন্তত ছয় বিদ্রোহী নিহত হয়েছে। এর মধ্যে শনিবার তিনজন এবং রোববার আরো তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে।

গত সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পেহেলগাম হামলার ৩ বিদ্রোহীকেই খতম করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মির পুলিশের তৎপরতায় বিদ্রোহীরা পালাতে পারেনি, উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পেহেলগামে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে, সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সফল অপারেশনের মাত্র পাঁচ দিন পরেই ফের বিদ্রোহী দমনে সক্রিয় হয় ভারতীয় সেনা। তাদের তরফে জানানো হয়, গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে, জঙ্গলে ঘেরা এলাকায় বিদ্রোহীরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই বিদ্রোহীরা গুলি চালাতে শুরু করে। পালটা হামলা চালায় সেনাও। তার জেরেই শনিবার একে একে মৃত্যু হয় তিন বিদ্রোহীর।

তারপরেও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালায় সেনা। কারণ বেশ কয়েকজন বিদ্রোহী ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই খবর। শুক্রবার থেকে শুরু হওয়া অপারেশন অখল গড়ায় রোববার পর্যন্ত। রোববার সকাল পর্যন্ত আরো তিনজন বিদ্রোহীর মৃত্যুর খবর মিলেছে কাশ্মির থেকে। জানা গেছে, শনিবার নিধন হওয়া বিদ্রোহীরা সকলেই টিআরএফের সদস্য। পেহেলগাম হামলার দায় স্বীকার করেছিল এই টিআরএফই। তবে রোববার খতম হওয়া বিদ্রোহীরা কোন গোষ্ঠীর সদস্য তা এখনও জানা যায়নি।

সূত্র : সংবাদ প্রতিদিন