কাতারের মধ্যস্থতায় ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিয়েছে আফগানিস্তান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাতার জানিয়েছে, ফেব্রুয়ারির শুরু থেকে আফগানিস্তানে বন্দী থাকা দুই ব্রিটিশ নাগরিককে মুক্তি পেতে সহায়তা করেছে দোহা। তারা কিছুদিনের মধ্যেই লন্ডনের উদ্দেশে কাবুল ত্যাগ করবে।
মুক্তিপ্রাপ্ত দু’জন হলেন পিটার রেনল্ডস এবং তার স্ত্রী বার্বি রেনল্ডস।
কাতারের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালে আল খালিফি বলেন, আফগান সরকার ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ কাতারের এই ফলপ্রসু সহযোগিতার জন্য দোহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কাতার গত কয়েক মাস ধরে আফগানিস্তান ও যুক্তরাজ্যের সরকারের সাথে আলোচনা করেছে। এরপর উভয় পক্ষের সমন্বয়ে ব্রিটিশ দম্পতি মুক্তি দেয়া হয়।
তিনি আরো বলেন, ওই দম্পতি গত ৮ মাস যাবত আফগানিস্তানের কারাগারে বন্দী ছিলেন। এ সময় কাবুলে অবস্থিত কাতারের দূতাবাস কতৃপক্ষ তাদের সাথে যোগাযোগ রেখেছে। এ সময় তারা বন্দীদের চিকিৎসা ও পরিবারের সাথে যোগাযোগের সুবিধা নিশ্চিত করেছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ দম্পতির মুক্তিতে তারা আনন্দিত। এজন্য তারা কাতারের প্রতি কৃতজ্ঞ।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ব্রিটিশ দম্পতি মুক্তি পেয়েছে। এজন্য কাতার যে সহযোগিতা করেছে, সেজন্য তারা দোহার প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ওই ব্রিটিশ দম্পতিকে গ্রেফতার করেছিল। এরপর তাদের স্বাস্থ্য ও মুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবার।
সূত্র : আল জাজিরা