ব্যাঙ্গালোরে আইপিএল জয় উদযাপনের সময় ভিড়ের চাপে বহু হতাহত

‘আমরা ৫০০০-এরও বেশি পুলিশকর্মী মোতায়েন করেছিলাম। কিন্তু এরা ছিল তরুণ প্রাণবন্ত জনতার ভিড়, পুলিশ তাদের ওপর লাঠি চালাতে চায়নি।’

নয়া দিগন্ত অনলাইন
আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দিচ্ছে ব্যাঙ্গালোরের ট্রাফিক পুলিশ
আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দিচ্ছে ব্যাঙ্গালোরের ট্রাফিক পুলিশ |বিবিসি

ভারতের ব্যাঙ্গালোরে আরসিবি দলের প্রথমবারের মতো আইপিএল টুর্নামেন্ট জেতার বিজয়োৎসব চলার সময় মাঠের বাইরে সমর্থকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবার আরসিবি এই খেতাব পেয়েছে গত রাতে পাঞ্জাব সুপার কিংসকে হারিয়ে, সেই উপলক্ষে শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের জন্য আজ সংবর্ধনার আয়োজন করেছিল।

সেই সময়ই মাঠের বাইরে প্রবল বিশৃঙ্খলা শুরু হয়। ঘটনার ভিস্যুয়ালে দেখা গেছে, পুলিশ আহত ও অচেতন মানুষকে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড়ের চাপে ও পদপিষ্ট হয়ে অনেকেই সংজ্ঞা হারিয়ে ফেলেন।

কর্নাটকের কংগ্রেস সরকারের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘটনার পর জানিয়েছেন, ‘ভিড়কে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না!’

‘ওভারক্রাউডিং’-এর জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি আরো জানান, ‘আমরা ৫০০০-এরও বেশি পুলিশকর্মী মোতায়েন করেছিলাম। কিন্তু এরা ছিল তরুণ প্রাণবন্ত জনতার ভিড়, পুলিশ তাদের ওপর লাঠি চালাতে চায়নি।’

সূত্র : বিবিসি