নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি তরুণদের মধ্যে জনপ্রিয় দুই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। গত মাসে তরুণদের নেতৃত্বাধীন বিদ্রোহের পর নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
গত ৮ থেকে ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারির ফলে বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতি সেই বিক্ষোভকে আরো উস্কে দেয়।
বিক্ষোভ চলাকালীন সহিংসতায় কমপক্ষে ৭৩ জন নিহত হন এবং সংসদ, আদালত ও সরকারি ভবনগুলোতে আগুন ধরানো হয়। পরে বিক্ষোভের জেরে পূর্ববর্তী সরকারের পতন ঘটে।
রোববার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। বাবলু গুপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রী এবং স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী হিসেবে সুধা শর্মা শপথ গ্রহন করেন।
২৮ বছর বয়সী বাবলু গুপ্ত ১০০’স গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবক সংস্থার সাথে তার কাজের জন্য পরিচিত। সংস্থাটি খাদ্য অভিযান ও শিক্ষা কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোকে সহায়তা করে।
অন্যদিকে চিকিৎসক সুধা শর্মা একজন লেখিকাও। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য নীতিতে তার নেতৃত্বের জন্য পরিচিতি। গত মাসে যুব-নেতৃত্বাধীন বিক্ষোভের সমর্থন করেছিলেন উভয়ই।
সূত্র : এএফপি



