মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

গত মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শীতল হওয়ার পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ট্রাম্প ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেন। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

ভারতের প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে মোদির ৭৫তম জন্মদিনের প্রাক্কালে শুভেচ্ছা জানাতে তাকে ফোন করেছেন ট্রাম্প।

এর আগে, একইদিনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরে উভয়পক্ষই আলোচনাকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছে।

গত মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শীতল হওয়ার পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ট্রাম্প ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেন। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

গতকাল মোদি ও ট্রাম্প উভয়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোষ্টে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করেন। মোদি বলেন, তিনি ভারত-মার্কিন অংশীদারিত্বকে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার জন্য ‘সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ’।

এদিকে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘এইমাত্র আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি দারুন ফোনালাপ হলো। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনি অসাধারণ কাজ করছেন। নরেন্দ্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।’

অন্যদিকে মোদি ট্রুথ সোশ্যাল ও এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প, আমার ৭৫তম জন্মদিনে আপনার ফোন কল ও উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ‘ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগগুলোকে আমরা সমর্থন করি।’

১৭ জুনের পর দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ হলো। ১৭ জুন মোদির সাথে ফোনালাপে ট্রাম্প বারবার দাবি করছিলেন, তার মধ্যস্থতায় মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তিনি তার এই মধ্যস্থতায় সাথে বাণিজ্য আলোচনার সংযোগ রয়েছে বলে দাবি করেন। কিন্তু ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেন মোদি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস