পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ভারতীয় প্রক্সিবাহিনীর ৪ সদস্য

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় প্রক্সিবাহিনীর চার সদস্য নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী |ডন

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় প্রক্সিবাহিনীর চার সদস্য নিহত হয়েছে। এ সময় তাদের থেকে কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পহেলা নভেম্বর রাতে গোয়েন্দা সূত্রে জানা যায় যে বেলুচিস্তানের কালাত জেলায় ভারতীয় প্রক্সিবাহিনী ফিতনাতুল হিন্দুস্তানের কিছু সদস্য অবস্থান করছে। এই সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এতে প্রক্সিবাহিনীর চার সদস্য নিহত হয়।

আইএসপিআর আরো জানায়, নিহতদের থেকে কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা সেখানে বেশ কিছু ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এ সময় সেখানে এখনো অভিযান চলমান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইএসপিআর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, পাকিস্তানে অন্যান্য দেশের যত প্রক্সিবাহিনী রয়েছে, সবগুলোকে মূল থেকে উপড়ে ফেলা হবে।

সূত্র : ডন