আসামে নিষিদ্ধ হচ্ছে বহুবিবাহ, বিল পেশ বিধানসভায়

বিজেপি শাসিত আসামে বন্ধ হতে চলেছে বহুবিবাহ প্রথা। ইতোমধ্যে বহুবিবাহ নিষিদ্ধ করতে বিধানসভায় বিল পেশ করেছে হিমন্ত সরকার।

নয়া দিগন্ত অনলাইন
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা |পুবের কলম

বিজেপি শাসিত আসামে বন্ধ হতে চলেছে বহুবিবাহ প্রথা। ইতোমধ্যে বহুবিবাহ নিষিদ্ধ করতে বিধানসভায় বিল পেশ করেছে হিমন্ত সরকার। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল ২০২৫ পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিধানসভা স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতি দিলে বিলটি উপস্থাপন করেন তিনি।

মঙ্গলবার ছিল আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন। এদিন বহুবিবাহ নিষিদ্ধ বিল পেশ করতেই প্রতিবাদ করেন বিরোধী বিধায়করা। কিংবদন্তি গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে আলোচনার পর ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা। কংগ্রেস, সিপিএম এবং রাইজর দলের বিধায়কদের অনুপস্থিততেই বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শাসক দল সাফ জানিয়েছে, বিলটি নিয়ে আলোচনা হবে এবং পাশও হবে।

এর আগেই বহুবিবাহ নিষিদ্ধের পথে হাঁটতে পারেন হিমন্ত সরকার বলে আভাস মিলেছিল। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাজ্যে বহুবিবাহের জন্য ন্যূনতম সাত বছরের কারাদণ্ড হবে। অপরাধীদের কোনো ধর্ম দেখা হবে না। জাতি, ধর্ম নির্বিশেষে কারাদণ্ড দেয়া হবে। জানা গেছে, এদিন বিধানসভায় বিল পেশের সময় মুখ্যমন্ত্রী তার ভাষণে সাফ বলেন, ‘যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বৈধভাবে তালাক না দিয়ে অন্য নারীকে বিয়ে করেন, তাহলে সাত বছর বা তার বেশি কারাদণ্ডের বিধান থাকবে। এক্ষেত্রে ধর্মীয় ন্যায্যতা কাজ করবে না।’

প্রসঙ্গত, বহুবিবাহ নিষিদ্ধ নিয়ে এর আগেই হিমন্ত হুঁশিয়ারি দিয়েছিলেন, ধর্মীয় আইনে বহুবিবাহের অনুমতি দিলেও আসামের বিজেপি সরকার এই প্রথা নিষিদ্ধ করবে। এই মর্মে বিধানসভায় বিল পেশ করা হবে। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য ছিল, ‘বিজেপি সরকার বহুবিবাহ হতে দেবে না। আমরা যেকোনো মূল্যে এই রাজ্যের নারীদের মর্যাদা রক্ষা করব।’ অবশেষে মঙ্গলবার বিধানসভা বহুবিবাহ নিষিদ্ধ বিল পেশ করল ডাবল ইঞ্জিন সরকার।

অন্যদিকে বিদেশের মাটিতে রহস্যমৃত্যু মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এদিন গায়কের মৃত্যু নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এ দিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা। তা নিয়ে আলোচনার সময়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই ঘটনা কোনো ‘অনিচ্ছাকৃত খুনও নয়’, ‘অপরাধমূলক ষড়যন্ত্রও নয়’। তবে এটা ‘পরিষ্কার খুন’।

সূত্র : পুবের কলম ও আনন্দবাজার পত্রিকা