পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী শুক্রবার দাবি করেছেন, ভারত থেকে পাঠানো ড্রোনের একটিও নিজ দেশে ফেরত যায়নি।
এর আগে তিনি দাবি করেন যে, ভারত ইসরাইলের তৈরি ড্রোন পাকিস্তানে পাঠিয়েছে এবং সেনাবাহিনী এমন ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।
এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা যখন হামলা চালাবো, তাদের উত্তর দেবো, তখন ভারতীয় টিভি চ্যানেলগুলোকে সেটার কথা বলতে হবে না। সবাই সেটা শুনতে পাবে।’
অমৃতসর ও ফিরোজপুরে বিকট বিস্ফোরণের শব্দ, জম্মু, সাম্বা ও পাঠানকোটে দেখা গেছে ড্রোন
সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় সেনা সূত্রের বরাতে জানিয়েছে, জম্মু, সাম্বা ও পাঠানকোটে ড্রোন দেখা গেছে।
বিবিসির সাংবাদিক রবিন্দর সিং রবিন জানিয়েছেন, অমৃতসরেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পাঞ্জাবে বিবিসির স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ফিরোজপুরে স্থানীয় মানুষ অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
ফিরোজপুর প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে, তিনি নিজে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
বিবিসি সাংবাদিক নবজোৎ কৌর জানিয়েছেন, চন্ডিগড়ে ডেপুটি কমিশনার নিশান্ত যাদবের আদেশে সন্ধ্যা ৭টা থেকে সবগুলো বাজার পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জম্মুতে অনেকগুলো বিস্ফোরণের পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।। সেসময় জম্মুতে ব্ল্যাকআউট চলছিল।