ভারতে শিশুর কামড়ে বিষধর কোবরা সাপের মৃত্যু

এক বছর বয়সী শিশু খেলনা ভেবে কামড় দিয়েছে বিষধর কোবরা সাপকে। শিশুর কামড়ে মারা গেছে কোবরা সাপটি, তবে প্রাণে রক্ষা পেয়েছে ছোট শিশুটি।

নয়া দিগন্ত অনলাইন
বিষধর কোবরা সাপ
বিষধর কোবরা সাপ |সংগৃহীত

ভারতের বিহারের পশ্চিম চম্পারনে এক বছর বয়সী শিশু খেলনা ভেবে কামড় দিয়েছে বিষধর কোবরা সাপকে। শিশুর কামড়ে মারা গেছে কোবরা সাপটি, তবে প্রাণে রক্ষা পেয়েছে ছোট শিশুটি। সাপটিকে কামড়ানোর পরেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, পশ্চিম চম্পারনের বেত্তিয়া জেলার একটি গ্রামে নিজের ঘরে খেলছিল এক বছর বয়সী শিশু গোবিন্দা। হঠাৎ ঘরে ঢুকে পড়ে একটি প্রায় দুই ফুট লম্বা কোবরা সাপ। শিশুটি সেটিকে খেলনা ভেবে হাতে তুলে নেয় এবং খেলার ছলে সাপটিকে কামড়ে ফেলে।

এতে বিষধর কোবরাটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। তবে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।

শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনার পর প্রথমে শিশুটিকে মাঝৌলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বেত্তিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেএমসিএইচ হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা. দেবীকান্ত মিশ্র জানান, শিশুটির শরীরে বিষ সংক্রমণের কোনো লক্ষণ মেলেনি। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।

এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, কোবরাটি শিশুর খুব কাছেই ছিল। হঠাৎ করে সাপটিকে দেখে শিশুটি মুগ্ধ হয়ে সেটিকে হাতে তুলে নেয় এবং প্রতিক্রিয়াশীলভাবে কামড় বসিয়ে দেয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, অতিরিক্ত বৃষ্টি এবং এলোমেলো নির্মাণকাজের কারণে সাপেরা বাসাবাড়িতে আশ্রয় নিচ্ছে। বর্ষার এ সময়ে ভারতে সাপের দেখা অনেক বেড়েছে।