পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দু’টি পৃথক অভিযানে ভারতের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজের নয়জন সদস্য নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় এই অভিযান পরিচালিত হয়েছিল। গোষ্ঠীটির সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করে।
আইএসপিআর জানিয়েছে, অভিযান পরিচালনার সময় সেনাসদস্যরা ফিতনা আল-খাওয়ারিজের ঘাঁটিতে আক্রমণ করে। এ সময় তীব্র গোলাগুলির মধ্যে চার সশস্ত্র যোদ্ধা নিহত হন। বান্নু জেলায় আরেকটি অভিযান পরিচালিত হয়েছিল। সেখানেও নিরাপত্তা বাহিনী আরো পাঁচ সদস্যকে হত্যা করে।
আইএসপিআর আরো জানিয়েছে, নিহত যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী, আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অসংখ্য ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’সহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল।
সূত্র : জিও নিউজ



