অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দীদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চুক্তির জন্য তীব্র দাবির মধ্যে অধিকৃত আল-কুদসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে বেশ কয়েকটি গাড়ি ও ডাস্টবিনে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি বিক্ষোভকারীরা।
বুধবার বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের কাছে সমাবেশ করে এবং কাছাকাছি রাস্তা অবরোধ করে গাড়ি, টায়ার এবং পুনর্ব্যবহারযোগ্য পাত্রে আগুন ধরিয়ে দেয়। ইসরাইলিরা দখলকৃত আল-কুদসের শাসক গোষ্ঠীর সংসদ-নেসেটের আশেপাশের এলাকাগুলোও ঘেরাও করে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সাথে বন্দীদের বিনিময়ের দাবি জানায়।
বিক্ষোভকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনিদের ওপর সরকারের গণহত্যা শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ অঞ্চলে আটক ইসরাইলি বন্দীদের জীবনের জন্য নেতানিয়াহুর পরিকল্পিত আক্রমণকে ‘হুমকি’ বলে অভিহিত করে।
হিব্রু ভাষার সূত্র জানিয়েছে, ইসরাইলিরা প্রধানমন্ত্রীর যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং বন্দী বিনিময় চুক্তিতে ব্যর্থতার প্রতিবাদে অধিকৃত আল-কুদসে শাসকগোষ্ঠীর ‘জাতীয় গ্রন্থাগার’ ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে।
ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুবিরোধী ব্যাপক বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের অংশ হিসেবে শাসকগোষ্ঠীর পুলিশ গ্রন্থাগার ভবনের ছাদ থেকে ১৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
জানুয়ারিতে ইসরাইল ও হামাসের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির ফলে ইসরাইলি কারাগারে অবৈধভাবে বন্দী বেশ কয়েকজন বন্দী এবং ফিলিস্তিনি অপহৃতদের মুক্তি দেয়া হয়। যাইহোক, ইসরাইলি সরকার প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী চুক্তিটি বাড়াতে অস্বীকৃতি জানায়, পরিবর্তে দুই মাসের চুক্তিটি ভেঙে দিয়ে গাজায় সামরিক আক্রমণ তীব্র করার সিদ্ধান্ত নেয়।
সূত্র : পার্সটুডে