দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেপালের এভারেস্টের অঞ্চলে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে সেখানকার বহু ফ্লাইট বাতিল হয়েছে। যার কারণে আটকা পড়েছেন অনেকেই।
ভারতের বার্তাসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে টানা তিন দিন ধরে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। প্রবল বৃষ্টির সাথে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে বিমানবন্দরের আশপাশের এলাকায় দৃশ্যমানতা কমে গেছে। এভারেস্টসহ এই অঞ্চলের একাধিক শৃঙ্গের প্রবেশদ্বার লুকলা। নেপালের বেশিভাগ পার্বত্য এলাকায় যেতে পর্যটকদের লুকলা হয়েই যেতে হয়। তাই বিমান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা।
সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং শেষে যারা লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে যাওয়ার কোনো ফ্লাইট পাননি।
তিরি আরো বলেন, ‘পর্যটন মৌসুমে প্রতিদিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু এখন সবগুলোই স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গিয়েছে। একই পরিস্থিতি নামচে বাজারেও।’
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত থামার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে কোশিসহ কিছু কিছু পাহাড়ি এলাকায় আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্র : আনন্দবাজার



