ভারতসমর্থিত গোষ্ঠীর সাথে পাক বাহিনীর সংঘর্ষ, নিহত ৩০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারতসমর্থিত আল-খাওয়ারেজ গোষ্ঠীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মোট ৩০ জন নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নিহত পাক সেনারা
নিহত পাক সেনারা |ডন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারতসমর্থিত আল-খাওয়ারেজ গোষ্ঠীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মোট ৩০ জন নিহত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দেশটির স্থানীয় গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ মোট ১১ জন পাকিস্তানি কর্মকর্তা। আর বাকি ১৯ জন খাওয়ারেজের সদস্য।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় গোয়েন্দা সংবাদ পেয়ে অভিযানে যায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। বিনিময়ে তাদের দিকেও গুলি চালানো হয়। এই তুমুল গুলি বর্ষণে ১৯ জন খাওয়ারেজ সদস্য নিহত হয়।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় ১১ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাও নিহত হন। তারা হলেন রাওয়ালপিন্ডির লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ আরিফ (৩৯) ও তার সেকেন্ড-ইন-কমান্ড মেজর তৈয়ব রাহাত (৩৩)।

এছাড়া আরো আছেন খাইবার জেলার নায়েক সুবেদার আজম গুল (৩৮), কুর্রাম জেলার বাসিন্দা নায়েক আদিল হুসেন (৩৫), ট্যাঙ্ক জেলার নায়েক গুল আমির (৩৪), মারদান জেলার ল্যান্স নায়েক শের খান (৩১), মানসেহরা জেলার ল্যান্স নায়েক তালাশ ফারাজ (৩২), কুর্রাম জেলার ল্যান্স নায়েক আরশাদ হুসেন (৩২), মালাকান্দ জেলার বাসিন্দা সিপাহী তুফায়েল খান (২৮), সোয়াবি জেলার সিপাহী আকিব আলী (২৩) এবং ট্যাঙ্ক জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ জাহিদ (২৪)।

এ ঘটনায় নিরাপত্তা কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একইসাথে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেন।

সূত্র : ডন