১৪ হাজার বন্দীকে মুক্তি দেবে ভিয়েতনাম সরকার

কমিউনিস্ট দেশটি প্রায়ই রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের আগে বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।

নয়া দিগন্ত অনলাইন

জাতীয় দিবস উদযাপনের আগে বিদেশীসহ প্রায় ১৪ হাজার বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ভিয়েতনাম সরকার। এটি হবে একক কোনো বছরে রেকর্ড সংখ্যক বন্দী মুক্তির ঘটনা।

শুক্রবার এএফপি জানায়, কমিউনিস্ট দেশটি প্রায়ই রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের আগে বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।

ভিয়েতনামের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ক্যান দিন তাই সাংবাদিকদের জানান, আগামী সোমবার থেকে ১৩ হাজার ৯১৫ জন বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে মুক্তি দেয়া হবে।

মুক্তি পেতে যাওয়া বন্দীদের মধ্যে ভিন্ন ১৮টি দেশের ৬৬ জন রয়েছেন। তাদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকও রয়েছেন।

দেশটির জননিরাপত্তা উপমন্ত্রী লি ভ্যান তুয়েন বলেন, ‘এ বছর মুক্তিপ্রাপ্ত বন্দীর মোট সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।’

ভিয়েতনামের আইন অনুসারে, সরকারকে উৎখাৎ চেষ্টা কিংবা সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত কারাবন্দীরা মুক্তি পাওয়ার যোগ্য নয়।

২০০৯ সাল থেকে ভিয়েতনামে প্রত্যাশিত মুক্তির তারিখের আগে অন্তত ১ লাখ বন্দী ছাড়া পেয়েছেন।