পাকিস্তানের বরেণ্য আলেম ও দেশটির প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়ার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা ফজলুর রহিম আশরাফি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৫ জানুয়ারি) জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাওলানা ফজলুর রহিম আশরাফি পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান’র পৃষ্ঠপোষক এবং জামিয়া আশরাফিয়ার শাইখুল হাদীস ও সাবেক মুহতামিম ছিলেন।
পাকিস্তানসহ গোটা বিশ্বে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছে।
এর আগে, আজ বাদ জোহর লাহোরে জামিয়া আশরাফিয়ায় মাওলানা ফজলুর রহিম আশরাফির জানাজা অনুষ্ঠিত হয়। এতে ওলামায়ে কেরাম, মন্ত্রী-সচিব, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ দেশের সর্বস্তরের অসংখ্য মানুষ অংশ নেন।
মাওলানা ফজলুর রহিম আশরাফির ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবাল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারইয়াম নাওয়াজ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী খাজা সাদ রফিক, জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তানের আমির মাওলানা ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈমুর রহমান প্রমুখ।
পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোকবার্তায় বলেছেন, মাওলানা ফজলুর রহিম আশরাফি একজন বড় আলেম, খ্যাতিমান মুহাদ্দিস ও ইসলাম প্রসারের ক্ষেত্রে মহান এক ব্যক্তিত্ব ছিলেন। তার গোটা জীবন কোরআন-সুন্নাহর শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার প্রচারে নিবেদিত ছিল। যার মাধ্যমে অসংখ্য আলেম ও ছাত্র উপকৃত হয়েছে।
সূত্র : জিও নিউজ



