কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত ৩

ধারণা করা হচ্ছে, নিহতরা পেহেলগাম হামলার সাথে যুক্ত ছিল। আবার একাধিক সংবাদ মাধ্যম ওই তথ্যও ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি এখনো।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় বাহিনী
ভারতীয় বাহিনী |আজকাল

অপারেশন সিঁদুরের পর অপারেশন মহাদেব। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মির পুলিশ যৌথভাবে এই অপারেশন শুরু করে। ভারতীয় সেনার চিনার কর্পস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অপারেশন মহাদেব সম্পর্কে তথ্যও দিয়েছে।

ইতোমধ্যে ওপি মহাদেবের তথ্য দু’টি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এনেছে তারা। এক পোস্টে তল্লাশিতে ওপি মহাদেব চালুর কথা জানিয়েছে। পরে আরো একটি পোস্টে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘তীব্র গুলি বিনিময়ে তিনজন নিহত হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’

অপারেশন মহাদেব সম্পর্কে এর বেশি তথ্য তারা প্রকাশ্যে আনেনি। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে নানা তথ্য ইতিমধ্যে সামনে আসছে। ধারণা করা হচ্ছে, নিহতরা পেহেলগাম হামলার সাথে যুক্ত ছিল। আবার একাধিক সংবাদ মাধ্যম ওই তথ্যও ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি এখনো।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে তল্লাশি শুরু হয়। প্রাথমিক তল্লাশিতে গুলির শব্দ পাওয়ার পরেই অতিরিক্ত সেনা-পুলিশ মোতায়েন করা হয়। ঘিরে ফেলা হয় পুরো এলাকা। এখনো অভিযান অব্যাহত রয়েছে।

২২ এপ্রিল। পেহেলগাম হামলা। ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পেহেলগাম হামলার প্রত্যাঘাত হানে ভারত- অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। অপারেশন সিঁদুরের পরেই জানানো হয়, বুধবার রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলা চালানোর পর সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত ঘাঁটিগুলোতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেয়া হয়েছিল।

সূত্র : আজকাল