রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করল ভারত

ভারতের বৃহৎ রিফাইনারিগুলো রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় বৃদ্ধি পেয়েছে
রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় বৃদ্ধি পেয়েছে |পার্সটুডে

ভারতের বৃহৎ রিফাইনারিগুলো রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে। দেশটির সাতটি প্রধান পরিশোধক সংস্থার মধ্যে চারটিই রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে।

নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও তেল কেনা বৃদ্ধির কারণ হলো উল্লেখযোগ্য ছাড়। মস্কোর তেল ক্রেতাদের জন্য এই ছাড়ের ঘটনা ব্যাপক আকর্ষণীয় হয়ে উঠেছে বলে তেল কেনা বাড়িয়ে দিয়েছে।

অপরদিকে, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন সাম্প্রতিক দিনগুলোতে ইউরালস অপরিশোধিত তেলসহ রাশিয়ার প্রায় ১০টি তেলের কার্গো কিনেছে। এরইমধ্যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনও জানুয়ারির কার্গোগুলির জন্য অফার খুঁজছে।

ভারত বেশ কয়েক মাস ধরে রাশিয়ার সস্তা তেল অ্যাক্সেস করার চেষ্টা করছে। এই বছরের সর্বোচ্চ ছিল জুন মাসে, যখন ভারত প্রতিদিন রাশিয়া থেকে ২০ লাখ ব্যারেলেরও বেশি তেল আমদানি করছিল।

সূত্র : পার্সটুডে