১৩৫ বিলিয়ন রুপিতে বিক্রি হলো পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের) সাত বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় তহবিল সংগ্রহ ও নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে সংস্কার করার জন্য র্দীঘদিন ধরে লোকসানে থাকা জাতীয় বিমান সংস্থাটি বিক্রি করতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমান
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমান |সংগৃহীত

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে পাকিস্তান সরকারের বিমান পরিবহনের ইতিহাসে নতুন যুগের সূচনা হলো।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে ১৩৫ বিলিয়ন রুপির বিনিময়ে এয়ারলাইনসের মালিকানা পেয়েছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের) সাত বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় তহবিল সংগ্রহ ও নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে সংস্কার করার জন্য র্দীঘদিন ধরে লোকসানে থাকা জাতীয় বিমান সংস্থাটি বিক্রি করতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

নিলামের পর আরিফ হাবিব লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ হাবিব বলেন, ‘এটি পাকিস্তানের জন্য একটি জয়। আমাদের প্রতিষ্ঠান কঠোর পরিশ্রম করবে এবং একে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর মধ্যে একটিতে পরিণত করার জন্য কাজ করবে।’

পিআইএ’র বেশিভাগ অংশীদারিত্ব বিক্রির ফলে প্রায় দুই দশকের মধ্যে পাকিস্তানে প্রথম বড় ধরনের বেসরকারিকরণ হচ্ছে। কিন্তু প্রক্রিয়াটি নড়বড়ে ছিল। গত বছর একই ধরনের একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে রিয়েল এস্টেট ডেভেলপার ব্লু ওয়ার্ল্ড সিটি ৩৬ মিলিয়ন ডলারের একক দরপত্র আহ্বান করে। যা সরকারের ঘোষিত ৬০ শতাংশ শেয়ারের সর্বনিম্ন ৩০৫ মিলিয়ন ডলারের মূল্যের চেয়ে অনেক কম।

মঙ্গলবার পিআইএ বিক্রির নিলামে পাকিস্তান সরকারের রেফারেন্স মূল্য ছিল ১০০ বিলিয়ন রুপি। তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে।

দুই দফায় দরপত্র জমা দেয়ার পর আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ শীর্ষ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি পিআইএর বিক্রির জন্য প্রস্তাবিত ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনারও সুযোগ থাকবে তাদের।

সূত্র : রয়টার্স