ভারতের মহারাষ্ট্রে ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গাড়িটিতে সাতজন যাত্রী ছিলেন। তারা ঘটনাস্থলেই নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন

ভারতের মহারাষ্ট্রের নাসিকে একটি গাড়ি ৬০০ ফুট গভীর খাদে পড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড় ঘাটে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘টয়োটা ইনোভা গাড়িটিতে সাতজন যাত্রী ছিলেন। তারা ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের নাম কীর্তি প্যাটেল (৫০), রাসিলা প্যাটেল (৫০), বিঠল প্যাটেল (৬৫), লতা প্যাটেল (৬০), বচন প্যাটেল (৬০) এবং মণিবেন প্যাটেল (৭০)। পুলিশ সুপার বালাসাহেব পাতিল উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন।’

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পাশাপাশি পুলিশ কর্মীদের মোতায়েনের মাধ্যমে অভিযান চলছে বলে জানিয়েছেন আবাসিক ডেপুটি কালেক্টর এবং জেলা দুর্যোগ কর্তৃপক্ষের সিইও রোহিতকুমার রাজপুত।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

সূত্র : এনডিটিভি