নেপালে সাম্প্রদায়িক সঙ্ঘাত, ভারতের সাথে সীমান্ত চলাচল বন্ধ

ভারতের সীমান্তবর্তী নেপালের কিছু এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে সাম্প্রদায়িক সঙ্ঘাত, ভারতের সাথে সীমান্ত চলাচল বন্ধ
নেপালে সাম্প্রদায়িক সঙ্ঘাত, ভারতের সাথে সীমান্ত চলাচল বন্ধ |এনডিটিভি

ভারতের সীমান্তবর্তী নেপালের কিছু এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। এদিকে, নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে বন্ধ করে দেয়া হয়েছে নেপাল-ভারত সীমান্ত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বীরগঞ্জ শহরে দুই মুসলিম ব্যক্তির সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উগ্রবাদী হিন্দু সংগঠনের লোকজন একটি মসজিদে গিয়ে হামলা করে ভাঙচুর করে। পরে বিষয়টি দুই সম্প্রদায়ের সঙ্ঘাতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে উগ্রবাদীরা তাদেরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সূত্রটি আরো জানায়, সহিংসতা কেবল বীরগঞ্জেই থেমে থাকেনি। এটি ধীরে ধীরে আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কারফিউ জারি করেছে।

নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে নেপাল-ভারত সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। একইসাথে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এসএসবি সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দিয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী জরুরি পরিষেবা ছাড়া সীমান্তে সাধারণ নাগরিকদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ভারত ও নেপালকে সংযুক্তকারী মৈত্রী সেতুতে বিশেষ নজরদারি বজায় রাখা হচ্ছে। সীমান্ত অতিক্রমকারী প্রতিটি ব্যক্তির উপর পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তা আরো জোরদার করার জন্য সীমান্তে একটি ডগ স্কোয়াড দলও মোতায়েন করা হয়েছে।

এসএসবি কর্মকর্তা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার মতে, কেবল মৈত্রী সেতুতেই নয়, সহদেওয়া, মহাদেওয়া, পান্তোকা, সিওয়ান টোলা এবং মুশারওয়ার মতো অন্যান্য সীমান্তবর্তী এলাকায়ও টহল বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে এই অঞ্চলের প্রতিটি কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি