ভারত ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার (২৫ আগস্ট) এক ভার্চুয়াল বৈঠকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা জোরদারসহ বাণিজ্য ও বিনিয়োগ, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
ট্রাম্প প্রশাসনের বাণিজ্য ও শুল্ক নীতির কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ‘২+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ কাঠামোর অধীনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয়পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী। এর মধ্যে রয়েছে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারিত্বের জন্য ১০ বছর মেয়াদি নতুন একটি কাঠামো স্বাক্ষর করা এবং প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতাকে এগিয়ে নেয়া।
এতে বলা হয়েছে, বৈঠকে কোয়াড জোটের মাধ্যমে একটি নিরাপদ, শক্তিশালী এবং আরো সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশস্ততা ও গভীরতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করে বৈঠকটি শেষ হয়েছে।
সূত্র : পিটিআই