পাকিস্তানের পেশোয়ার শহরের সীমান্ত বাহিনীর সদর দফতরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
সোমবার (২৪ নভেম্বর) দেশটির পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সাঈদ বলেছেন, ‘এই হামলায় গেটে মোতায়েন তিন জন এফসি (ফেডারেল কনস্ট্যাবুলারি) সদস্য শহীদ এবং আরো চার জন আহত হয়েছেন।’
তিনি আরো জানান, একজন হামলাকারী শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় এবং অন্য দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।
সূত্র : বাসস



