ভারতে আগামী পাঁচ বছরে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল। মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিশাল ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপন করা হবে।
এএফপি জানিয়েছে, গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে আমরা যতগুলো এআই হাব-এ বিনিয়োগ করছি, তার মধ্যে এটিই সবচেয়ে বড়।’
তিনি বলেন, আগামী পাঁচ বছরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে দেড় হাজার কোটি ডলার মূলধন বিনিয়োগ করে ‘গিগাওয়াট স্কেলে একটি এআই হাব’ তৈরি করা হবে। গুগলের পরিকল্পনা ভবিষ্যতে কেন্দ্রটিকে ‘একাধিক গিগাওয়াটে উন্নীত’ করা।
চলতি বছরের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে এর ব্যবহার বাড়তে থাকায় দেশটিতে এআই টুলস ব্যবহার করে সমস্যা সমাধানের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিনিয়োগের জন্য গুগলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই ডিজিটাল অবকাঠামো আমাদের ইন্ডিয়া এআই ভিশন-এর লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
রাজ্যের প্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এটি একটি যুগান্তকারী বিনিয়োগ। এক বছর ধরে নিবিড় আলোচনা ও নিরলস প্রচেষ্টার পর এই চুক্তি হয়েছে। এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ, উদ্ভাবন ও বৈশ্বিক মর্যাদার জন্য বিশাল অগ্রগতি। এটি মাত্র শুরু।’
এদিকে, এই মাসে যুক্তরাষ্ট্রের স্টার্ট-আপ ‘অ্যানথ্রপিক’ আগামী বছর ভারতে একটি অফিস খোলার ঘোষণা করেছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন।
মোদি এক্সে দেয়া এক পোস্টে আমোদিকে জানান, ‘ভারতের প্রাণবন্ত প্রযুক্তি ইকোসিস্টেম ও প্রতিভাবান যুবসমাজ এআই উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ এছাড়া মোদি ‘উন্নয়নের জন্য এআই-এর পূর্ণ সদ্ব্যবহার’ করতে চাওয়ার কথাও উল্লেখ করেন।
অ্যানথ্রপিকের এই পদক্ষেপের আগে ভারতের বাজারে আগ্রহ দেখিয়েছে আরো কয়েকটি শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান। ওপেনএআই জানায়, তারা এ বছরের শেষের দিকে ভারতে একটি অফিস খুলবে।
এদিকে, এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি জুলাইয়ে ভারতীয় টেলিকম জায়ান্ট এয়ারটেলের সাথে একটি বড় অংশীদারিত্বের ঘোষণা দেয়। এর আওতায় এয়ারটেলের ৩৬ কোটি গ্রাহক এক বছরের জন্য ফ্রি-তে পারপ্লেক্সিটি প্রো সাবস্ক্রিপশন পাবেন।
সূত্র : বাসস