প্রতিবেশী তিন দেশে সরকার পরিবর্তনকে যেভাবে দেখছে ভারত

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সরকার দুর্বল শাসন ও জনরোষে পরিবর্তিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল |আজকাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সরকার দুর্বল শাসন ও জনরোষে পরিবর্তিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

সুশাসনের অপরিহার্যতা বুঝাতে গিয়ে তিনি বলেন, প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো কয়েকটি দেশে অ-প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে শাসক পরিবর্তন হয়েছে। এর মূলে ছিল শাসনের দুর্বলতা এবং জনগণের অসন্তোষ। এ থেকে বুঝা যায়, অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং চরম পরিস্থিতি এড়াতে একটি শক্তিশালী ও কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, শাসন পরিবর্তনের অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি বলতে সাধারণত সামরিক হস্তক্ষেপ, গণ-আন্দোলন বা অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতিকে বোঝায়।

সূত্র : এনডিটিভি