পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটি ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বেশ কয়েকটি এলাকা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির আবহাওয়া অধিদফতরের (পিএমডি) সিসমিক নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পেশোয়ার, অ্যাটক, চিত্রাল ও সংলগ্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটি ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে।

ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হচ্ছে। গত মাসে, আফগানিস্তানের দুর্গম পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই হাজার ২০০ জনেরও বেশি নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মারদান, চিত্রাল, মুরি ও সংলগ্ন এলাকাসহ পাকিস্তানের বেশ কয়েকটি অংশে পরের দিনগুলোতে ভূমিকম্প অনুভূত হয়। লাহোর পর্যন্ত এর প্রভাব অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আতঙ্কিত হয়ে মানুষ তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়।

সূত্র : জিও নিউজ