আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, রোববার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফের কাছে ২৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
মাজার-ই-শরীফের কাছে অবস্থিত পাহাড়ি উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জয়ান্দা বার্তাসংস্থা রয়টার্স বলেছেন, ‘আজ সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।’
তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত সংগৃহীত হাসপাতালের রিপোর্টের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে।
ইউএসজিএস তার পেজার সিস্টেমে একটি কমলা সতর্কতা জারি করেছে। এটি একটি স্বয়ংক্রিয় সিস্টেম যা ভূমিকম্পের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং ইঙ্গিত দেয় যে ‘উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনা রয়েছে ও দুর্যোগটি সম্ভাব্যভাবে ব্যাপক’। সিস্টেমের সতর্কতায় বলা হয়েছে, এই সতর্কতা স্তরের অতীতের ঘটনাগুলোর জন্য আঞ্চলিক বা জাতীয় স্তরের প্রতিক্রিয়া প্রয়োজন।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রতিবেদন পরে জানানো হবে। নীল মসজিদের কথা উল্লেখ করে বলখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে পবিত্র মাজার-ই-শরীফের কিছু অংশও ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আল জাজিরা



