ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকাঠামো গড়তে এক হাজার ৭৫০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জানিয়েছেন, এশিয়াতে এটাই হবে তাদের সবচেয়ে বড় বিনিয়োগ।
চলতি বছরের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি হবে বলে মনে করা হচ্ছে। তাই একাধিক সংস্থা ভারতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে।
নাদেলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ভারতের উচ্চাশার সমর্থনে মাইক্রোসফট এই বিনিয়োগ করবে যা এশিয়ায় সবচেয়ে বড় বিনিয়োগ হবে এবং ভারতের এআই ফার্স্ট ভবিষ্যতের উচ্চাশা পূরণ করবে।
মাইক্রোসফটও একটি বিবৃতিতে জানিয়েছে, ভারত ও মাইক্রোসফট মিলে আগামী দশকে ডিজিটাল পরিকাঠামো এবং এআই-এর ক্ষেত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আগামী চার বছর ধরে এই বিনিয়োগ করবে মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, তাদের বিনিয়োগের অন্যতম প্রধান উদ্দেশ্য হবে ভারতে এআই পরিকাঠামো তৈরি করে দেয়া।
এই ঘোষণা করার আগে সত্য নাদেলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করেন।
সূত্র : ডয়চে ভেলে



