দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন : ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সিন্ধু পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ। সিন্ধু পাকিস্তানের অংশ ছিল, আছে এবং থাকবে।‘

নয়া দিগন্ত অনলাইন
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং |সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এর আগে বলেছিলেন, সিন্ধু ‘ভারতে ফিরে যেতে পারে‘।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘সিন্ধু পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ। সিন্ধু পাকিস্তানের অংশ ছিল, আছে এবং থাকবে।‘

তিনি আরো বলেন, রাজনাথ সিং ‘ইতিহাস সম্পর্কে অজ্ঞ‘। তার ব্যাখ্যায়, পাকিস্তান সৃষ্টির আগেই ১৯৩৬ সালে সিন্ধু বোম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে যায় এবং সিন্ধুর জনগণ দীর্ঘদিন ধরে তাদের স্বায়ত্তশাসন, মর্যাদা ও রাজনৈতিক পরিচয়কে অগ্রাধিকার দিয়ে আসছে।

এর আগে, রাজনাথ সিং বলেছিলেন, ‘আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ না-ও হতে পারে। কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। ভূমির ক্ষেত্রে সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল হয়তো সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।‘

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, তিনি আরো দাবি করেন, তার প্রজন্মের সিন্ধুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই এই প্রদেশটির পাকিস্তানের সাথে যুক্ত হওয়াকে পুরোপুরি মেনে নেননি।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র দফতর ভারতের প্রতিরক্ষামন্ত্রীর তীব্র নিন্দা জানিয়ে বলে, তার এই মন্তব্য ‘বিভ্রান্তিকর, বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’।

সূত্র : জিও নিউজ