আশরাফ আলি থানভি রহ:-কে নিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন

আবিদ হোসেন প্রাথমিক শিক্ষা অর্জনের পর উপমহাদেশের প্রখ্যাত কওমি মাদরাসা মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে দাওরায়ে হাদীস (মাওলানা) সম্পন্ন করেন, এরপর কলকাতা আলিয়া থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ আবিদ হোসেন
মোহাম্মদ আবিদ হোসেন |সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আশরাফ আলি থানভি রহ:-কে নিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মোহাম্মদ আবিদ হোসেন নামে এক যুবক।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, কলকাতা আলিয়া থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন।

মোহাম্মদ আবিদ হোসেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার যুগদিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাওলানা রফিক উল্লাহ কাসেমী।

আবিদ হোসেনের গবেষণার বিষয়বস্তু ছিল মাওলানা আশরাফ আলী থানভি রহ:-এর ইসলামী আইনশাস্ত্রে উল্লেখযোগ্য অবদান। আবিদ গত ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তার এই গবেষণা কর্মকে ‘অনন্য, সৃজনশীল ও গবেষক মহলে স্বীকৃতিযোগ্য’ বলে অভিহিত করেছেন কলকাতা আলিয়ার অধ্যক্ষ ড. নুরুল ইসলাম।

তিনি বলেছেন, আবিদ হোসেনের গবেষণা ও সাফল্য ইসলামী আইন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং বিশেষভাবে অনুপ্রেরণা জোগাবে মাদরাসা শিক্ষার্থীদের।

নিজের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আবিদ হোসেন বলেন, ‘কলকাতা আলিয়ার মতো প্রতিষ্ঠান থেকে পিএইচডি অর্জন করতে পেরে আমি খুশি ও গর্বিত। তবে আত্মতৃপ্ত নই। কারণ, আমার গবেষণার বিষয়বস্তু মাওলানা আশরাফ আলি থানভি রহ:, তার ওপর আরো গভীরভাবে গবেষণা করতে চাই।’

আবিদ হোসেন প্রাথমিক শিক্ষা অর্জনের পর উপমহাদেশের প্রখ্যাত কওমি মাদরাসা মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে দাওরায়ে হাদীস (মাওলানা) সম্পন্ন করেন, এরপর কলকাতা আলিয়া থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।